রবিবার, ১৭ ফেব্রুয়ারী ,২০১৯
Bangla Version
ঢাকা : শুক্রবার সকাল ৬ টা থেকে রোববার সকাল ৬ টা পর্যন্ত এই ৭২ ঘন্টায় রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য জানান।
ওমর ফারুক বলেন, দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকবে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, শ্রীলংকায় ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও কামরিন সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে কামরিন সাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা এলাকায় লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে।
পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত ৫ টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১০ মিনিটে।
শেষ ঠিকানায় শায়িত সোনালী কাবিনের কবি
‘প্রকল্প বাস্তবায়নের অন্যতম বাধা দাতাদের সঙ্গে মতের অমিল’
৪৫ বারের মতো পেছালো অভিজিৎ হত্যা মামলার প্রতিবেদন
‘নির্বাচন প্রতিযোগিতামূলক হবে এতে কোনো সন্দেহ নেই’
মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ৩২টি গ্রেনেড
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
চট্টগ্রামে মাঝারি আকারের ভূকম্পন অনুভূত
কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬