শনিবার, ২৪ আগস্ট ,২০১৯

Bangla Version
  
SHARE

মঙ্গলবার, ১১ জুন, ২০১৯, ১১:২০:২৬

প্রত্যেক নাগরিকের বাসস্থান নিশ্চিত করা হবে: গণপূর্তমন্ত্রী

প্রত্যেক নাগরিকের বাসস্থান নিশ্চিত করা হবে: গণপূর্তমন্ত্রী

ঢাকা: প্রত্যেক নাগরিকের বাসস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে স্বল্প ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর আবাসনের লক্ষ্যে সমন্বিত বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

মঙ্গলবার (১১ জুন) সংসদ সদস্য মমতাজ বেগমের এক মৌখিক প্রশ্নের জবাবে সংসদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এ তথ্য জানান।

প্রশ্নোত্তর পর্বে আরও জানানো হয়, কাজটি বাস্তবায়নের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষগুলো সম্পৃক্ত রয়েছে।

শ ম রেজাউল করিম বলেন, ‘প্রত্যেক নাগরিকের বাসস্থান নিশ্চিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর সদর, শীবচর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, খুলনা, মাগুরা, কুষ্টিয়া, যশোর, নড়াইল, পাবনা, বগুড়া, দিনাজপুর, রংপুর, ঈশ্বরদী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সৈয়দপুর, শান্তাহার, জয়পুরহাট, চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় স্বল্প আয়ের মানুষের জন্য আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং বরাদ্দ প্রাপ্তদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বর্তমানে ১৬ টি প্লট উন্নয়ন প্রকল্প এবং ১৫ টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে মোট ২ হাজার ৪৭২ টি আবাসিক প্লট ও ৭ হাজার ২৯৫ টি আবাসিক ফ্ল্যাট নির্মিত হবে। এ ছাড়া পাঁচটি প্লট উন্নয়ন প্রকল্প এবং ১০ টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।’

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘স্বল্প ও মধ্যম আয়ের লোকদের জন্য ঢাকাস্থ ১৮ নং সেক্টরে অ্যাপার্টমেন্ট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের ‘এ’ ব্লকে ৭৯ টি ১৬ তলা ভবনে ১ হাজার ৬৫৪ বর্গফুট আয়তনের ৬ হাজার ৬৩৬ টি অ্যাপার্টমেন্টের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তাছাড়া ‘বি’ ও ‘সি’ ব্লকে ৫২ টি করে ১৬ তলা বিশিষ্ট ভবন নির্মিত হবে; যেখানে দুইটি ব্লকেই ৪ হাজার ৩৬৮ টি করে ফ্ল্যাটের সংস্থান হবে।’

তিনি বলেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দেশের প্রথম কর্মজীবী নারীদের জন্য সল্টগোলায় ডরমেটরি নির্মাণসহ আন্যান্য প্রকল্প সম্পন্ন করেছে। এ ছাড়া উপশহর, ফতোয়াবাদ নিউ টাউনশিপ, সিলিমপুর আবাসিক প্রকল্প ও বে-ভিউ স্মাট সিটি প্রকল্পসমূহ প্রক্রিয়াধীন আছে।’

এই বিভাগের আরও খবর

  আমতলীতে মশার কারখানা, আতংকিত হয়ে পড়েছে ২৫ গ্রামের মানুষ

  তালতলীতে রাখাইন পরিবারের ৭ সদস্যকে পিটিয়ে আহত

  টেকনাফে যুবলীগ নেতা হত্যার ২ রোহিঙ্গা আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

  স্কুলছাত্রীকে অপহরণকালে বাধা দেয়ায় ছুরিকাঘাতে মামা নিহত, গণপিটুনিতে ঘাতক নিহত

  ডেঙ্গু আক্রান্ত ৬১ হাজার ছাড়িয়েছে, ২৪ ঘণ্টায় আরও ১৪৪৬ হাসপাতালে

  যে খবর দিল আবহাওয়া অফিস

  রাঙ্গামাটিতে গোলাগুলি, শীর্ষ সন্ত্রাসী নিহত

  রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ শক্ত অবস্থানে যাবে : পররাষ্ট্রমন্ত্রী

  রোহিঙ্গা প্লাবনের দুই বছরের খতিয়ান

  পটুয়াখালীতে ৩৬৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ৪২

  সারা দেশে বজ্রপাতে নারীসহ ১১ জনের প্রাণহানি

আজকের প্রশ্ন

বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, পুলিশের ওপর নির্বাচন কমিশনের কোনো নিয়ন্ত্রণ নেই। আপনিও কি তা-ই মনে করেন?