বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ,২০১৯
Bangla Version
বিবিসি, প্রথম আলো, নয়া দিগন্ত ও আমার দেশ পত্রিকার ফেক ওয়েবসাইট তৈরি করে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফেক নিউজ ছড়ানোর অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-২। গ্রেফতারকৃতরা হলেন- কামাল হোসেন (২৩) ও মো. আল আমিন (৩০)।
বুধবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর ও গাজীপুরের টঙ্গী থেকে ২ দুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ল্যাপটপ ও মোবাইল।
এসব ওয়েবসাইট পুরোপুরি একই চেহারায়, একই রঙে তৈরি করা হয়। ভালো করে খেয়াল করলে দেখা যাবে ওইসব ফেক ওয়েবসাইটের ডোমেইন যেমন আলাদা, খবরের ধরনের সঙ্গেও পার্থক্য রয়েছে।
হস্পতিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী এসব কথা বলেন।
তিনি বলেন, www.prothomalo247.com, www.prothomaalo.com, www.daily-prothomalo.com ও www.prothomalo.news তৈরি করে ওয়েবসাইটের ডোমেইনের নামের বানান প্রথম আলো নামের মূল বানানের সাথে মিল রেখে আগে বা পরে খুব কাছাকাছি রেখে প্রথম আলোর লোগো ব্যবহার করে সেখানে ভুয়া তথ্য দিয়ে বেশ কিছু বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করে। সেই নিউজগুলো তারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারও করে।
মহিউদ্দিন ফারুকী বলেন, মোহাম্মাদপুরের বছিলা থেকে গ্রেফতার কামাল হোসেন দেয়া তথ্য মনে তার ল্যাপটপ ও মোবাইল ফোন থেকে www.prothomalo247.com, www.nayadiganta.ooo, www.bdtimes.tk, www.rokomarinews.ooo, www.nnstv.ooo ওয়েবসাইটের লিংক যা থেকে হুবহু প্রথম আলোর লোগোসহ নয়া দিগন্ত, রকমারি নিউজ ও বিডি টাইমসের ওয়েবসাইট পাওয়া যায়। এসব ওয়েবসাইটের ডোমেইন বিক্রি অপরাধে মো. আল আমিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই ব্যক্তি প্রসঙ্গে র্যাব কর্মকর্তা বলেন, ‘আমরা যে দুজনকে অ্যারেস্ট করেছি, এদের সঙ্গে যারা আরও জড়িত আছে তাদের আমরা অ্যারেস্ট করে আইনে সোপর্দ করব। পাশাপাশি এদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনের ২২, ২৩, ২৪, ২৫, ২৭, ২৯ এবং ৩১ ধারায় যে অপরাধগুলো হয়েছে, এ আইনে আমরা মামলা রুজু করবো।’
র্যাবের কোম্পানি কমান্ডার বলেন, এর আগে ফেক ওয়েবসাইট তৈরির অভিযোগে গত ২৫ নভেম্বর মোহাম্মাদ এনামুল হককে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে গ্রেফতার করা হলে তার কাছ থেকে আমার দেশ, নয়া দিগন্ত, দিগন্ত, বাংলা মেইলসহ দেশি সংবাদ মাধ্যমের নামের সঙ্গে মিল রেখে ডোমেইন হোস্টিং করে banglamail1971.website, banglamail71.com, banglamail71.live, banglamail71.info, banglamail71.net, amarkhobor24.com, amardesh247.com, atmbd24.website, bdhighlight24.com, comillarkonsthosor.com, digantabarta.website, digantoupdate.com, justvbangla.com, mailbd24.com, nextbd24.com, noboalo24.com, sadhinbangla24.com, digontobarta.website এর নামে ওয়েবসাইট মাধ্যমে রাষ্ট্র ও সরকার বিরোধী বিভিন্ন প্রচার ও ভুয়া সংবাদ প্রচারের তথ্য পাওয়া যায়।
তিনি আরও বলেন, গত আগস্ট মাসে ‘নিরাপদ সড়ক চাই’ নামে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ভুয়া সংবাদ পরিবেশন করে কোমলমতি ছাত্রদের উস্কে দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় পরিণত করতে এই সমস্ত ওয়েবসাইট ব্যবহার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, সরকারবিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর কাজে বিভিন্ন জাতীয় পত্রিকার কপি হুবহু ওয়েব হোস্টিং ডোমেইন করে থাকে। নকল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পত্রিকা প্রকাশিত হলে বিএনপি, আজমায়াত বা সরকার বিরোধী সমর্থকেরা বেশি লাইক, শেয়ার দেবে এবং তাতে করে ফেসবুক থেকে বেশি টাকা আয় করা সম্ভব।
তারা আরও জানায়, কোনও পোস্ট ১ হাজারের বেশি ভিউ, লাইক বা শেয়ার হলে ফেসবুকে কর্তৃপক্ষ ২৫০ থেকে ৩০০ টাকা দেয়। যা পরবর্তীতে ব্যাংক একাউন্টের মাধ্যমে ডোমেইনের সত্ত্বাধিকারী হিসেবে তারা পেয়ে থাকেন।
এক প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা জানান, ফেক ওয়েবসাইট তৈরির সাথে শিবিরের সম্পৃক্তটা পাওয়া গেছে।
সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে শ্যালিকাকে ধর্ষণ!
ফেসবুকে পরিচয়ের পর বিয়ে, সতিন থাকার ক্ষোভে স্বামীকে খুন
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কোটিপতি
‘উচ্চমান সহকারীর’ ৫ কোটি টাকার বাড়ি
এক শিক্ষিকার বিরুদ্ধে ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ডাকবাংলোয় আটকে ইয়াবা খাইয়ে ধর্ষণ, দুই পুলিশ প্রত্যাহার
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে রাতভর দল বেঁধে ধর্ষণ
কক্সবাজারে বিধবাকে ধর্ষণের অভিযোগ
মাদরাসা ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করল ইমাম