শুক্রবার, ০৬ ডিসেম্বর ,২০১৯
Bangla Version
মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি ও এক ভারতীয় নারীকে দেহ ব্যবসার জন্য পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির এক গাড়ি চালককে অভিযুক্ত করেছেন আদালত। বুধবার (৩১ জুলাই) মালয়েশিয়ার দুটি সেশন কোর্ট তাকে অভিযুক্ত করে।
অভিযু্ক্ত ওই ব্যক্তির নাম আজুরা আলভি। তিনি অ্যাপ এর মাধ্যমে রাইড শেয়ারিং কোম্পনিতে চালক হিসেবে কাজ করেন। সো লিয়ন নামে আরেক অভিযুক্তর সহায়তায় তিনি অপরাধ সংঘটন করেন। বর্তমানে আজুরা আলভি জামিনে রয়েছেন। তাকে প্রতিমাসের প্রথম সপ্তাহে পার্শ্ববর্তী থানায় রিপোর্ট করতে বলা হয়েছে।
মালয় মেইলের খবরে বলা হয়, ভিকটিম ও ১০ বাংলাদেশি ও এক ভারতীয় নারীর মধ্যে ৩ বাংলাদেশিকে নারীকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
লিবিয়া থেকে ফিরেছেন ৩ লাশসহ ১৫২ বাংলাদেশি
এবার সৌদিতে নির্যাতনের শিকার ৩৫ নারীকর্মীর ভিডিও বার্তা
লেবাননে ৩৫ বাংলাদেশি নারী কর্মী আটক
পূর্ব লন্ডনে গুলিবিদ্ধ সেই বাংলাদেশির মৃত্যু
লিবিয়ায় বিমান হামলায় ৫ বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা
আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত