শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ,২০১৯
Bangla Version
লাইফস্টাইল ডেস্ক : বর্তমানে প্রায় সব মেয়ের সংগ্রহেই এক জোড়া সাদা কেডস বা স্নিকার্স থাকে৷ এটা বেশি ব্যবহার করলেই বিপদ। দুএকদিন পরপরই এর রং ফিকে হয়ে আসে। সেক্ষেত্রে কি করবেন? আজ এই টিপসগুলি আপনার জন্যই, তা হলে জুতা নতুনের মতো ঝকঝকে রাখতে কোনও অসুবিধেই হবে না!
রাবারের সোল থেকে প্রতিদিন ময়লা তুলে ফেলুন
জুতার রাবারের সোল আর পাশের দিকগুলোতে ময়লা বসতে দেবেন না৷ বাড়ি ফিরে একটা পুরোনো টুথব্রাশে সাবান গোলা জল লাগিয়ে জুতার সোলটা পরিষ্কার করে নিন রোজ৷ তাতে জুতা বেশিদিন ভালো থাকবে৷ নাছোড় দাগ তুলতে পুরোনো কাপড়ে ভিনিগার নিয়ে দাগের উপর ভালো করে ঘষুন৷ জুতার ফিতে খুলে নিয়ে উষ্ণ সাবানজলে ঘষে ঘষে ময়লা পরিষ্কার করে ফেলুন৷
ক্যানভাসের জুতা জলে ডুবিয়ে ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে নিন
ক্যানভাসের স্নিকার্স প্রথমে জলে ধুয়ে নিন৷ তার পর ডিটারজেন্ট আর বেকিং সোডা ১:১.৫ অনুপাতে মিশিয়ে জল দিয়ে একটি মিশ্রণ বানান৷ সেই মিশ্রণ জুতার উপর লাগিয়ে খানিকক্ষণ রাখুন৷ তার পর ব্রাশ দিয়ে ঘষে ঘষে সমস্ত ময়লা তুলে দিন৷ এর পর পুরোনো কাগজের রোল বা টিস্যু পেপার জুতার মধ্যে ঢুকিয়ে পাখার তলায় রেখে দিন৷ তাতে জুতাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে৷ ভুলেও কখনও রোদে জুতা শুকনো করবেন না, তাতে সোল শক্ত হয়ে যাবে, পরবর্তীকালে ফেটেও যেতে পারে৷ জুতা ভালো করে শুকিয়ে গেলে হোয়াইটনার লাগান৷
ব্লিচ ব্যবহারের সময় বাড়তি সতর্ক থাকুন
যাঁরা জুতার ধবধবে সাদাভাব বজায় রাখার জন্য ব্লিচের ব্যবহার করেন, তাঁরা একটু বেশিই সতর্ক থাকবেন কারণ ব্লিচের পরিমাণে একটু এদিক-ওদিক হয়ে গেলেই কিন্তু জুতার সাদাভাব ক্রমশ কেটে হলদেটে হয়ে যাবে৷ আপনি যে ব্র্যান্ডের ব্লিচ ব্যবহার করছেন, তার প্যাকেটের গায়ে নিশ্চয়ই ব্যবহারযোগ্য পরিমাণটাও উল্লেখ করা আছে, সেটা অক্ষরে অক্ষরে মেনে চলাটাই বাঞ্ছনীয়৷
সূত্র: ফেমিনা