বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ,২০১৯
Bangla Version
ঢাকা : স্মার্টফোনে ক্যাশব্যাক দিচ্ছে সিম্ফনি এবং হ্যালিও মোবাইল। নির্দিষ্ট তিনটি মডেলের স্মার্টফোন কিনে থাকছে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক।
এছাড়াও এডিসন গ্রুপের প্রিমিয়াম হ্যান্ডসেট ব্র্যান্ড হ্যালিওতে আছে দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটি চলবে স্টক থাকা পর্যন্ত।
এডিসন গ্রুপ থেকে জানা যায়, সিম্ফনির প্রথম ফুল ভিশন ডিসপ্লের হ্যান্ডসেট জেড১০ এ পাওয়া যবে এক হাজার ৫০০ টাকা, বিগ ব্যাটারির হ্যান্ডসেট পি১তে থাকছে এক হাজার টাকা, থ্রিডি সাউন্ড এবং ডুয়াল স্পীকার এর হ্যান্ডসেট আই৭৫ এ ৫০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক।
এছাড়াও এডিসন গ্রুপের প্রিমিয়াম হ্যান্ডসেট ব্র্যান্ড হ্যালিও এস৬০তে থাকছে ২ হাজার টাকা ছাড়।
সিম্ফনির যে কোন আউটলেট থেকে হ্যান্ডসেট কিনলে এই ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে।
আর হবে না ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক
মোবাইলে যে পাঁচটি অ্যাপ রাখা জরুরি
ক্যাপচা: মানুষ ও রোবট আলাদা করার প্রক্রিয়া
টিকটক, বিগোসহ ১৮ হাজার ওয়েবসাইট বন্ধ হচ্ছে
ভবিষ্যতে মস্তিষ্কের স্মৃতি চুরি করা যাবে!
গ্রামীণফোন ছাড়ল ৬২ হাজার গ্রাহক
সমুদ্রের নিচে কার্বন-ডাই-অক্সাইডের গুদাম!