রবিবার, ১৫ ডিসেম্বর ,২০১৯
Bangla Version
ঢাকা: ঢাকা মহানগর পুলিশের পুলিশ সুপার মর্যাদার আট উপ কমিশনারসহ ১১ জনকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৪ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।
বদলি হওয়াদের মধ্যে রয়েছেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রলয় কুমার জোয়ারদার রয়েছেন। নরসিংদীতে বদলি করা হয়েছে তাকে।
এছাড়া ঢাকা মহানগর পুলিশে কর্মরত এ এইচ এম কামরুজ্জামানকে লক্ষ্মীপুর, মো. আলিমুজ্জামানকে ফরিদপুর, লিটন কুমার সাহাকে নাটোর, মোহাম্মদ আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়া, মো. আকবর আলী মুন্সীকে নেত্রকোনা, এস এম মুরাদ আলীকে মেহেরপুর এবং মোহাম্মদ মাহবুব হাসানকে মাদারীপুর, মো. মিজানুর রহমানকে সুনামগঞ্জ, পুলিশ সদর দপ্তরের ফারুক আহমেদকে মৌলভীবাজার এবং মেহেরপুরের মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সাতক্ষীরায় পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ হয়েছে।
বদলি হওয়া পুলিশ সুপারদের নতুন কর্মস্থলে যোগ দেয়ার আগে ২১ জুলাই সকাল ১০টায় জননিরাপত্তা বিভাগে ব্রিফিংয়ে যোগ দেবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
৪৭ হাজার গ্রাম পুলিশের চাকরি সরকারিকরণের নির্দেশ
মিয়ানমার সফরকালে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হবে : সেনাপ্রধান
ডিএমপিতে উপপুলিশ কমিশনার পদে বদলি
থানার ওসিদের সতর্ক বার্তা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক
ডিএমপি’র অক্টোবর মাসে অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা
বিজেএমসির চেয়ারম্যানসহ ১০ অতিরিক্ত সচিব বদলি