রবিবার, ১৫ ডিসেম্বর ,২০১৯
Bangla Version
বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের মানসিক টানাপোড়েনে কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছিলেন না মহেশ কন্যা শাহিন ভাট। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, এক সময় তিনি আত্মহত্যার কথা ভাবতে শুরু করেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে এমনটা জানান শাহিন। আর বড় বোনের কথা শুনে হু হু করে কেঁদে উঠেন আলিয়া ভাট।
বরখা দত্তের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মহেশ ভাটের দুই মেয়ে। সেখানে শাহিনের লেখা বই ‘আই হ্যাভ নেভার বিন আনহ্যাপিয়ার’ নিয়ে কথা বলেন তারা। এ প্রসঙ্গে আলিয়া জানান, শাহিনের বই পড়েই তার মনের অবস্থা জানতে পারেন। কত ছোট বয়স থেকে বড় বোন ওইভাবে প্রতিদিন মানসিক টানাপোড়েনে ভুগতে শুরু করেন, তা জানতে পারেন বই পড়ে। এর আগে কখনো তিনি এ বিষয়ে কিছু জানতে পারেননি।
সেই আত্মদহনেই পুড়তে শুরু করেছেন বলেও জানান আলিয়া। শাহিনের এমন কী কষ্ট হয় যে তার জন্য আত্মহত্যা করবেন বলেও ভাবতে শুরু করেন। এসব মনে করেই প্রকাশ্যে কেঁদে ফেলেন আলিয়া। ওই অনুষ্ঠানে ছোট বোনকে সান্ত্বনা দিয়েও শান্ত করতে পারেননি শাহিন। দুঃখের দিনগুলোতে শাহিনের কষ্ট কোনোভাবেই বুঝতে পারেননি বলেও আফসোস করেন আলিয়া। সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিং শেষ করে সঞ্জয় লীলা বনশালির ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’র জন্য প্রস্তুতি নিচ্ছেন আলিয়া ভাট। পাশাপাশি করণ জোহরের তারকাবহুল ‘তখত’-এ থাকছেন।
মিস ওয়ার্ল্ডের মুকুট জ্যামাইকার টনির মাথায়
‘একসঙ্গে কাজ করলে প্রেমের সম্পর্ক, না করলে সম্পর্ক অবনতি’
সাহসী পোশাকে ঝড় তুললেন নুসরাত!
প্রথম দিনে কত আয় করলো ‘মার্দানি-২’?
এশিয়ার সেরা আবেদনময়ী নারী আলিয়া
ক্যারিয়ারের মাঝপথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে কারিনার মন্তব্য
আজ সৃজিতের সঙ্গে আমার বিয়ে: মিথিলা