রবিবার, ১৫ ডিসেম্বর ,২০১৯
Bangla Version
ঢাকা: রাজশাহী শিক্ষাবোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় শিক্ষাবোর্ডে ছয় কর্মকর্তা ও কর্মচারী নিয়ম বর্হিভূতভাবে সেবা নিতে আসা মানুষদের কাছ থেকে অর্থ নিচ্ছেন বলে প্রমান পেয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) দুদকের একটি টিম এ অভিযান চালায়। এরমধ্যে তিনজন টাকাসহ ধরা পরে ও অপর তিনজন অর্থ নিতে সহযোগিতা করছেন বলে দুদকের টিম প্রমান পায়।
দুদকের পক্ষ থেকে ওই ছয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাগ্রহণের জন্য বলা হয়েছে। পাশাপাশি দুদকও তার তদন্ত রিপোর্ট দাখিল করবে। বিষয়টি সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন, দুদক রাজশাহীর উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।
অভিযুক্তরা হলেন, শিক্ষাবোর্ডের পত্রপ্রাপ্তি শাখার অফিস সহকারী মুরাদ আলী, স্ক্রীপ্ট শাখার দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী রুবেল খান ও মাধ্যমিক সনদ শাখার আসলাম হোসেন ওরফে চৌধুরীকে হাতেনাতে প্রার্থীদের আবেদন ফরম ও উৎকোচসহ দুদক টিমের হাতে ধরা পড়ে। পরে সংশ্লিষ্ট শাখায় নিয়ে যাওয়া হলে শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ইসমাইল হোসেন, পত্রপ্রাপ্তি শাখার শহিদুল ইসলাম ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আহসান আলীকে জিজ্ঞাসাবাদ করা হলে অনিয়মের সঙ্গে জড়িতের কথা স্বীকার করেন তারা।
রাজশাহী দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের সনদপত্র উত্তোলন, নাম সংশোধন, ফলাফল সংশোধন, ভর্তি বাতিল, এক কলেজে ভর্তি বাতিল করে নতুন কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পাদনে সরকার নির্ধারিত ফি-এর অতিরিক্ত টাকা আদায় করা হয়। এছাড়া বিদ্যালয় মঞ্জুরী নবায়ন, বিদ্যালয়ে নতুন বিভাগ খোলা, মহাবিদ্যালয়ের এডহক কমিটি, কার্যনির্বাহী কমিটি, অ্যাকাডেমিক স্বীকৃতি ও মহাবিদ্যালয়ের ছাড়পত্র প্রদান ইত্যাদি কাজে উৎকোচ গ্রহণ ও দুর্ব্যবহারের অভিযোগে একজন ভূক্তভোগী দুদককে হটলাইন ১০৬ নম্বরে জানায়।
এ অভিযোগের প্রেক্ষিতে সকাল ১০টার দিকে দুদক টিম গোপনে অভিযানকালে সেবা প্রত্যাশীদের থেকে নাম সংশোধন, সনদপত্র উত্তোলন ও সনদপত্র ইংরেজী ভার্সন রূপান্তরের নামে শিক্ষাবোর্ডের কর্মচারীগণ নির্ধারিত ফি-এর অতিরিক্ত ৫০০ থেকে এক হাজার ২০০ টাকা গ্রহণ করছেন। আবেদন ফরম গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছে।
এছাড়া কাউন্টারের মাধ্যমে আবেদনপত্র নেয়ার নিয়ম থাকলেও অধিকাংশ আবেদন ফরম বিভিন্ন কর্মচারীর মাধ্যমে সরাসরি নিয়ে বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উৎকোচের বিনিময়ে কাজ করে দিচ্ছে। উৎকোচের ভাগ তাৎক্ষণিকভাবে বিভিন্ন শাখার স্টাফদের দিচ্ছে মর্মে দেখা যায়। উক্ত চিত্র প্রায় সব শাখায় দেখা যায়।
সেবা প্রত্যাশীগণ এসএমএস-এর মাধ্যমে ডেলিভারী কাউন্টার হতে সংশ্লিষ্ট সেবা পাওয়ার কথা থাকলেও সেটি তারা পাচ্ছেনা। প্রার্থীগণ বাড়তি টাকা দিয়ে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করলে সেবা প্রদান করা হয়। সংশ্লিষ্ট রেজিস্টার পর্যালোচনা করে এর সত্যতা পায় দুদক।
পরে ৬ জন কর্মকর্তা-কর্মচারীদের উৎকোচ গ্রহণের বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব ড. মোয়াজ্জেম হোসেনের কাছে নিয়ে যাওয়া হয়। এসময় দুদকের পক্ষ দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাগ্রহণের জন্য বরা হয়।
এসময় রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব ড. মোয়াজ্জেম হোসেন, ওই ছয়জন দায়ী কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন। এছাড়া তিনি দুদকের অভিযানের প্রেক্ষিতে রাজশাহী শিক্ষাবোর্ডের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আজ (মঙ্গলবার) একটি সভা আহ্বানপূর্বক অনিয়ম চিহ্নিত করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন। অভিযান পরিচালনাকারী দুদক শিক্ষাবোর্ডে ওয়ান-স্টপ সার্ভিস চালুকরণ, কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড ঝুলানো, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা স্থাপন ও বহিরাগত দালাল চিহ্নিত করে তাদের বোর্ডে প্রবেশে নিষিদ্ধকরণ সহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।
দুদক রাজশাহীর উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সত্যতা মেলে। পরে শিক্ষাবোর্ডে সচিবকে বিষয়টি জানানো হয়। রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থাগ্রহণের কথা জানায় দুদককে। এছাড়া ওই ছয় কর্মীর বিরুদ্ধে দুদক কমিশনে প্রতিবেদন দেয়া হবে।
ফোন করে ঢাবির ভিপিকে ‘কোপানোর হুমকি'
‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম বন্ধের দাবি শিক্ষকদের
২০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল
রাজশাহী শিক্ষাবোর্ডে দুদকের অভিযান, উঠে এলো নানান অনিময়
জালিয়াতির অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম স্থগিত
বুয়েটে র্যাগিং: ৯ শিক্ষার্থীকে আজীবন হল থেকে বহিষ্কার
৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ বেশি শিক্ষা ক্যাডারে