শনিবার, ০৭ ডিসেম্বর ,২০১৯
Bangla Version
ঢাকা : কদিন ধরেই একটি ব্যতিক্রমধর্মী প্রচারণার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সমালোচনার জন্ম দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, কয়েকজন নারীর গায়ে পরিহিত টি-শার্টে লেখা ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’।
সামাজিক যোগাযোগের মাধ্যমে মেয়েদের টি-শার্টের ছবি ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমাজের প্রগতিশীল অংশ এমন প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছেন। আবার অনেকেই বলছেন, সব পুরুষ খারাপ নয়। বাসের প্রচণ্ড ভীড়ের মাঝে গা ঘেঁষাঘেষি হতেই পারে।
এবার প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনও সোশ্যাল সাইটে এই ‘টি-শার্ট মুভমেন্ট' নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন।
আজ সোমবার (০৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরো কিছু বাক্য লিখে দিয়েছেন টি-শার্টে লেখার জন্য।
তসলিমা লিখেছেন, ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লেখা টি-শার্ট বাংলাদেশের কিছু মেয়ে পরছে। এরকম টি-শার্ট আরো মেয়ের পরা উচিত। আরো কিছু লিখতে হবে টি-শার্টে।
১. ঘেষবেন না, আমি আপনার মা বোন নই
২. যৌনবস্তু নই। তফাত যাও।
৩. নারী -নির্যাতন বন্ধ করো।
৪. আমরা তোমার সহযাত্রী, আমরা খাদ্য নই।
৫. বর্বরতা দূর করো। সভ্য সমাজ গড়ে তোলো।
৬. পুরুষতন্ত্র বিদেয় করো, বিবেকবান মানুষ গড়।
৭. পশুর কাছে ধর্ষণ না করা শেখ।
৮. ধর্ষণমুক্ত সমাজ চাই।
৯. নারীবিদ্বেষ আর নয়।
১০. নারীর সমানাধিকার ছাড়া সমাজ সভ্য হয় না।
১১. আমি আপনার স্ত্রী নই, প্রেমিকাও নই। দূরত্ব বজায় রাখুন।
১২. আমাকে বাধ্য করবেন না আপনাকে ঘৃণা করতে।
১৩. নারীবিদ্বেষী হওয়ায় কৃতিত্ব নেই, বোধবুদ্ধিসম্পন্ন মানুষ হন।
১৪. পুরুষাঙ্গ হওয়ার চেয়ে পুরুষ