বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ,২০১৯
Bangla Version
আন্তর্জাতিক ডেস্ক : যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে এ দুর্ঘটনা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার থাকরাইয়ের কাছে দানদারেনে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ওই মিনিবাসটি কেশওয়ান এলাকা থেকে কিস্তওয়ার যাচ্ছিল। মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুটের বেশি গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
এখন পর্যন্ত ১৩ জন নিহত ও আরও ১৩ জন আহত হয়েছেন। ওই মিনিবাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা কিস্তওয়ারের সিনিয়র পুলিশ সুপার রাজিন্দের গুপ্তা ।
কিস্তওয়ারের ডেপুটি কমিশনার আঙ্গরেজ সিং রানা বলেছেন, দুর্ঘটনায় গুরুতর আহত আটজনকে হেলিকপ্টারে করে জম্মুতে স্থানান্তর করার চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন। এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে এবং আহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার রুপি করে অর্থ দেয়া হবে।
গোটা বিশ্বে ‘শয়তানের কেন্দ্রবিন্দু’ সৌদি আরব
যুবরাজের সঙ্গে কোলাকুলির প্রতিযোগিতায় মোদি-ইমরান
ভারত-পাকিস্তান দ্বন্দ্ব: কী চায় কাশ্মীরবাসী?
হিন্দুদের হামলা এড়াতে কাশ্মীরের মসজিদে মুসলিমরা
‘মাদুরোকে ছাড়ুন নইলে সব হারাতে হবে’
সৌদি যুবরাজকে এক নারীর বিয়ের প্রস্তাব
১৮০ কোটি ডলারের মার্কিন অস্ত্র কিনল আবু ধাবি