বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ,২০১৯
Bangla Version
আন্তর্জাতিক ডেস্ক : নারী শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে পাকিস্তানের নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে সম্মাননা দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। খবর ইকনমিক টাইমস
হার্ভার্ডের কেনেডি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) এক অনুষ্ঠানে মালালাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গ্লিটসম্যান অ্যাওয়ার্ড ২০১৮ প্রদান করা হবে।
২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার জিতে ইউসুফজাই কনিষ্ঠ ব্যক্তি হয়েছিলেন। কিশোর বয়স থেকেই নারী শিক্ষা ও অধিকার আদায়ে আওয়াজ তুলেছেন মালালা। প্রায়ই টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে নারী শিক্ষা নিয়ে কথা বলতে দেখা যেত তাকে। ২০১২ সালের ৯ অক্টোবর মালালার স্কুল বাসে উঠে পড়ে মুখোশধারী তালেবান সদস্যরা। নাম ধরেই খুঁজতে থাকে তাকে। সামনে আসার পর তাকে গুলি করে চলে যায় তারা। তৎক্ষণাৎ তাকে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কয়েক মাসের চেষ্টায় তার মাথার খুলি ঠিক করতে সক্ষম হয় ডাক্তাররা। এরপর থেকেই বিশ্বে নারী অধিকার আদায় আন্দোলনের প্রতীক হয়ে উঠেন তিনি। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পান মালালা।
উল্লেখ্য, বিশ্বজুড়ে জীবন মানের উন্নতি ঘটায়, এমন কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে গ্লিটসম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পুরস্কার বিজয়ীকে দেওয়া হয় ১ লাখ ২৫ হাজার ডলার।
পাকিস্তানের প্রতি সুর নরম মোদির
গোটা বিশ্বে ‘শয়তানের কেন্দ্রবিন্দু’ সৌদি আরব
যুবরাজের সঙ্গে কোলাকুলির প্রতিযোগিতায় মোদি-ইমরান
ভারত-পাকিস্তান দ্বন্দ্ব: কী চায় কাশ্মীরবাসী?
হিন্দুদের হামলা এড়াতে কাশ্মীরের মসজিদে মুসলিমরা
‘মাদুরোকে ছাড়ুন নইলে সব হারাতে হবে’
সৌদি যুবরাজকে এক নারীর বিয়ের প্রস্তাব