মঙ্গলবার, ২৪ এপ্রিল ,২০১৮
Bangla Version
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে ভালো আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কারাবন্দির জন্য জেলকোডের বিধানের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়। কারাকর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খালেদা জিয়ার চিকিৎসা দেয়া হচ্ছে। কোনো অবহেলা হচ্ছে না। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। এখন তিনি ভালো আছেন, সুস্থ আছেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির সবাইকে মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এ অর্থদণ্ডের টাকা প্রত্যেককে সমান অঙ্কে প্রদান করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। রায়ের পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে আছেন খালেদা জিয়া।
স্বৈরাচারী সরকার গণতন্ত্রের ভান ধরেছে: মঈন খান
বিএনপির কোনও কথাই বিশ্বাসযোগ্য না : জয়
আইন অনুযায়ী ট্রাভেল পারমিট নিয়েছেন তারেক, বিভ্রান্তির সুযোগ নেই: ফখরুল
গাজীপুর-খুলনায় প্রার্থীরা মাঠে নামছেন আজ
‘ভারতের মতোই হবে বাংলাদেশের অর্থনীতি’
রাজধানীতে বিএনপি-পুলিশ পাল্টা ধাওয়া, ৭ পুলিশ আহত, আটক ৯
তারেক রহমানকে বাংলাদেশী পাসপোর্ট দেখানোর আহ্বান
সেনাবাহিনী ছাড়া এখন যেকোন নির্বাচন সুষ্ঠু করা অসম্ভব: সুজন