রবিবার, ১৭ ফেব্রুয়ারী ,২০১৯
Bangla Version
ঢাকা: সরকারের ইচ্ছাতেই একতরফা তফসিল ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এ অভিযোগ করেন মির্জা ফখরুল। আজ রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে এ প্রতিক্রিয়া জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তাতে জনগণের আশা- আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। সরকারের ইচ্ছায় একতরফাভাবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। এটা সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী।’
২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবেন বলেও জানান মির্জা ফখরুল।
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সিইসি কে এম নুরুল হুদা নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। প্রার্থিতা যাচাই-বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। আর ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর।
উপজেলা নির্বাচনে বিএনপির কেউ অংশ নিলেই বহিষ্কার: রিজভী
সড়কে শৃঙ্খলা ফেরাতে শাজাহান খানের নেতৃত্বে কমিটি
আত্মসমর্পণের নামে তামাশা চলছে: মোশাররফ
বিএনপির পুনর্গঠিত বিদেশবিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত
৪৯ প্রার্থীর সবাই বেসরকারিভাবে নির্বাচিত
জামায়াত ‘নতুন নামে পুরনো রূপে’ ফিরে কিনা দেখতে হবে: দিপু মনি
ডা. জাফর উল্লাহ মানসিক ভারসাম্যহীন: হানিফ