রবিবার, ১৫ ডিসেম্বর ,২০১৯
Bangla Version
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শীর্ষ দুই নেতা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ পুনঃতফসিল ঘোষণা করা হয়। এতে স্বাক্ষর করেন ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
পুনঃতফসিল অনুযায়ী আগামী শনিবার ও রবিবার মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেয়ার সময় ১৯ ও ২০ আগস্ট। যাচাই-বাছাই ২২ থেকে ২৬ আগস্ট পর্যন্ত।
এর পর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৭ আগস্ট। প্রার্থীদের আপত্তি গ্রহণ ২৮ আগস্ট, প্রার্থীদের আপিলের নিষ্পত্তি ২৯ ও ৩০ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহার ৩১ আগস্ট। ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এছাড়া প্রচারণার ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৫ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলের দিন ঘোষণা করা হয়েছিল। সে সময় বলা হয়েছিল, ২০০০ সালের আগে যারা এসএসসি পাস করেছে, তারা কাউন্সিলে প্রার্থী হতে পারবেন না।
তখন এই সিদ্ধান্তের বিরোধিতা করে ছাত্রদলের একাংশ বিদ্রোহ শুরু করেন। বাদ পড়া নেতারা বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সামনে টানা বিক্ষোভ ও ভাঙচুরের মতো ঘটনাও ঘটান। ফলে ১৫ জুলাই কাউন্সিল করতে ব্যর্থ হন দায়িত্বপ্রাপ্ত নেতারা।
ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চাই না: কাদের
নিজের ঘরে তাকান, আয়নায় নিজেদের চেহারা দেখুন: প্রধানমন্ত্রীকে রিজভী
ফখরুলসহ বিএনপির ১২ নেতার আগাম জামিন
বিএনপি ও যুবদলের দুই নেতা গ্রেফতার
বিএনপি নেতা কবির মুরাদের প্রথম জানাজা সম্পন্ন
খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে যুবদলের বিক্ষোভ কর্মসূচী পালিত
আসল রহস্য ফাঁস হওয়ার ভয়ে খালেদা জিয়ার স্বজনদের স্বাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না : রিজভী
আ.লীগ দেশের সব অর্জন ধ্বংস করে ফেলেছে: ফখরুল
টিউলিপ রুপা রুশনারা ও আফসানাকে আ’লীগের অভিনন্দন