বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ,২০১৯
Bangla Version
ঢাকা : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একমাত্র ‘রাজনৈতিক সম্পদ’ হচ্ছে- ‘কথামালার চাতুরি’। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের আয়োজন দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকে নিয়ে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এখন কিছুই করার নেই। নির্বাচন করে ব্যর্থ, আন্দোলন করে ব্যর্থ, নিজের নেত্রী কারাগারে। নেত্রীর মুক্তির দাবিতে একটা দৃশ্যমান মিছিলও রাজপথে করতে পারেননি৷‘কাজেই মির্জা ফখরুলের কথামালার চাতুরি ছাড়া রাজনীতিতে আর কোনো সম্পদ নেই’।
পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি, সাংবাদিকরা জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এই মাসটা অপেক্ষা করুন, কমে যাবে। আশা করছি কমে যাবে। সরকার সব ধরনের চেষ্টা করে যাচ্ছে।’এ সময় কাদেরের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী, খায়রুল ইসলাম জুয়েল, সাজ্জাদ সাকিব বাদশা।
আ.লীগে এখনো মোশতাকদের পদচারণ রয়েছে: পরিকল্পনামন্ত্রী
আ’লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা সোমবার
ডাক্তারদের ঘাড়ে কয়টা মাথা যে বলবেন খালেদা জিয়া খারাপ আছেন: ফখরুল
দ্রব্যমৃল্য বৃদ্ধিতে বিশ্ব রেকর্ড করেছে সরকার: মান্না
সরকারই আদালত অবমাননা করছে: ফখরুল
খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে বিএনপির কারসাজি আছে: কাদের
আমরা কি তাহলে এই দামেই পেঁয়াজ খাবো?
রবিবার ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি