Timesofbangla.com
বেরোবির ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার
Wednesday, 11 Jul 2018 20:38 pm
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

ইভান চৌধুরী, বেরোবি প্রতিনিধি : সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রে অসাদুপায় অবলম্বন করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইব্রাহীম কবির সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ থেকে জানা যায়, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রউফ পরীক্ষা চলাকালীন সময়ে (ঋওঘ-৪১০৫) কোর্সের ১টি প্রশ্নের উত্তর পেন্সিলের গায়ে লিখে নিয়ে এসে মূল উত্তর পত্রে লেখার সময় সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শকের নিকট হাতে-নাতে ধরা পড়ে। একইভাবে রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাজমুল ইসলাম (ঈঐঊগ -৫২১৪) কোর্সের পরীক্ষা চলাকালীন সময়ে বইয়ের ফটোকপি দেখে লেখার সময় হাতে-নাতে ধরা পড়ে এবং পদার্থ বিজ্ঞানের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান (চঐণ- ১১০২) কোর্সের উত্তর বাহির থেকে লিখে এনে মূল উত্তর পত্রে লেখার সময় ধরা পড়ে।

এঘটনায় তাদেরকে চলতি পরীক্ষা থেকে বহিস্কার করা হয়। গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের ৫৬ তম সিন্ডিকেট সভায় এই তিন শিক্ষার্থীর বহিস্কারের আদেশ অনুমোদিত হয়। সিন্ডিকেটের এই অনুমোদনের ফলে বহিস্কৃত ৩ শিক্ষার্থীকে পরবর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে পরীক্ষায় বসতে হবে।