Timesofbangla.com
স্মার্টওয়াচের জন্য প্রসেসর আনলো কোয়ালকম
Tuesday, 11 Sep 2018 15:37 pm
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

ঢাকা : স্মার্টফোনের জন্য জনপ্রিয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম এবার ওয়াচের জন্য চিপসেট উৎপাদন করলো। এই চিপসেটের মডেল কোয়ালকম স্ন্যাপড্রাগন ওয়্যার ৩১০০।

কোয়ালকম দাবি করছে নতুন এই চিপ স্মার্টওয়াচের ব্যাটারির আয়ু বাড়িয়ে দেবে কয়েকগুণ। এটা গুগল ওয়্যার ওস প্লাটফর্মকে সাপোর্ট করবে।

এই চিপসেট নামিদামি ব্র্যান্ডের ওয়াচে ব্যবহৃত হবে।

নতুন এই চিপসেট তিনটি ভার্সনে পাওয়া যাবে। এগুলো হলো ব্লুটুথ ও ওয়াইফাই, জিপিএস এবং ফোরজি এলটিই।

চিপসেটে রয়েছে কোয়াডকোর এ সেভেন প্রসেসর, অ্যাড্রিনো ৩০৪ জিপিইউ এবং স্ন্যাপড্রাগন এক্স ফাইভ এলটিই মডেম। চিপসেটটিতে একটি কো-প্রসেসরও আছে। এটি হলো কোয়ালকম কিউসিসি১১১০।