Timesofbangla.com
জে এস এস কর্মীকে গুলি করে হত্যা
Friday, 09 Nov 2018 10:21 am
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

রাঙামাটি : পাহাড়িদের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএসের (এমএন লারমা গ্রুপ) কালেক্টর বাইজ্যাবালা চাকমা ওরফে রাজা চাকমাকে (৪৫) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার (৯ নভেম্বর) ভোররাতে লংগদু উপজেলার বান্দুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাইজ্যাবালা লংগদু ইউনিয়নের বড়াদম এলাকার বীরেন্দ্রনাথ চাকমার ছেলে। তিনি ওই উপজেলার এমএন লারমা গ্রুপের কালেক্টর হিসেবে কাজ করতেন।

এ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফকে দায়ি করেছে জেএসএস সংস্কার। তবে ইউপিডিএফ এ ঘটনার কথা অস্বীকার করেছে।

লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন (পিপিএম) জানান, রাতে বাইজ্যাবালা সংগঠনের কাজ শেষ করে একই ইউনিয়নের বান্দুরতলা গ্রামে শান্তিময় চাকমার বাড়িতে ছিলেন। এসময় প্রতিপক্ষরা বাড়িতে ঢুকে বাইজ্যাবালাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।