Timesofbangla.com
ভাতিজিকে বিয়ের গুজব, জেলে গেলেন চাচা
Sunday, 19 May 2019 10:29 am
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

নীলফামারী : নীলফামারী জলঢাকায় ফেসবুকে ভাতিজিকে বিয়ের করার গুজব ছড়ানোর দায়ে এক চাচাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

শনিবার বিকেলে এ রায় দেন ইউএনও মো. সুজাউদ্দৌলা। দণ্ডিত একরামুল হক পৌরসভার চৌধুরীপাড়ার ছাইদুল ইসলামের ছেলে।

মেয়ের বাবা বলেন, মেয়ে সদ্য এসএসসি পাস করেছে। স্কুলে থাকাকালীন প্রায়ই ইভটিজিংসহ পথরোধ, অঙ্গভঙ্গি করতো প্রতিবেশী চাচা একরামুল। সম্প্রতি সে নিজের ফেসবুক আইডিতে মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে বলে ভুয়া কাবিননামা পোস্ট করে। এ ঘটনায় ইউএনও বরাবারে লিখিত অভিযোগ করি।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে পুলিশ একরামুলকে আটক করে। তাকে ভ্রাম্যমাণ আদালত হাজির করলে ইউএনও মো. সুজাউদ্দৌলা ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডিতকে কারাগারে পাঠানো হয়েছে।