Timesofbangla.com
বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
Saturday, 25 May 2019 10:41 am
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল (৩০) ও সুশান্ত (২৮) নামে দুই সিএনজিযাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় সিএনজির অপর তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। পরে তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (২৪ মে) কিশোরগঞ্জ-ঢাকা ভায়া টোক আঞ্চলিক মহাসড়কে পাকুন্দিয়া উপজেলার থানাঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহতদের মধ্যে সোহেল ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কাদিরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং সুশান্ত গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বলধা গ্রামের হেমেন্দ্র নাথের ছেলে।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি মো: মফিজুর রহমান জানান, শুক্রবার (২৪ মে) কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি বাসের সাথে কাপাসিয়া থেকে পাকুন্দিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী সোহেলের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পথে সুশান্ত মারা যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে যায়।