Timesofbangla.com
বগুড়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
Friday, 07 Jun 2019 12:29 pm
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

বগুড়া : বগুড়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাইক আরোহী আইনুর ইসলাম (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরতলীর গোকুল এলাকায় হোটেল মম ইনের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতের চাচা বজলু শাকিদার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বগুড়ার গাবতলী উপজেলার নসকরিপাড়া গ্রামের ভিকু প্রামানিকের ছেলে আইনুর ইসলাম বগুড়া শহরে করোনেশন ইনস্টিটিউট অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।

বৃহস্পতিবার বিকালে আইনুর তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল করে গোকুলে মমত ইন ও ইকোপার্কে বেড়াতে যান। সন্ধ্যার দিকে তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে ওঠার চেষ্টা করেন। এসময় একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে আইনুর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, দুর্ঘটনার পরপরই নিহত কলেজছাত্র আইনুরের মৃতদেহ তাদের বাড়িতে নেওয়া হয়েছে।