Timesofbangla.com
অটোবাইক-মোটরসাইকেল সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত
Wednesday, 12 Jun 2019 13:20 pm
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

পাবনা: পাবনা শহরের চাঁদমারী মোড়ে মোটরসাইকেল ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে হাফেজ ওয়ালিদ হোসেন (২২) ও তার ভাতিজা প্রান্ত (১২) নিহত হয়েছে।
নিহত হাফেজ ওয়ালিদ সদর থানার বলরামপুর গ্রামের আমিন উদ্দিন প্রামানিকের ছেলে ও প্রান্ত শফিক প্রামানিকের ছেলে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবাইদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে এক আত্মীয়ের জানাযা শেষে দোকানের ভূষি মাল আনার জন্য ওয়ালিদ ও তার ভাতিজা প্রান্ত মোটরসাইকেলযোগে পাবনার শিল্প নগরী এলাকায় (বিসিক) এ যাচ্ছিল। তারা শহরের চাঁদমারি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা দ্রুতগামী অটোবাইকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।