Timesofbangla.com
পাপুয়া নিউ গিনিতে গোষ্ঠীগত সংঘাতে নিহত ২৪
Wednesday, 10 Jul 2019 13:09 pm
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

আন্তর্জাতিক ডেস্ক : পাপুয়া নিউ গিনির (পিএনজি) পার্বত্য অঞ্চলে গোষ্ঠীগত সংঘাতে অন্তত ২৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিল বলে জানা গেছে।

সোমবার (৮ জুলাই) ভোররাতে দেশটির হেলা প্রদেশে এ ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে জানিয়েছে, এক নৃগোষ্ঠীর গ্রামে অপর নৃগোষ্ঠীর সদস্যরা হামলা চালিয়ে তাদের হত্যা করে।

দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ফেইসবুক পোস্টে ওই এলাকায় আরও পুলিশ মোতায়েনের জন্য বলেছেন। এছাড়া ঘটনাটিকে তিনি ‘আমার জীবনের অন্যতম দুঃখের দিন’ বলে বর্ণনা করেছেন।

এটি গত কয়েক বছরের মধ্যে পিএনজিতে হওয়া সবচেয়ে শোচনীয় নৃগোষ্ঠীগত সংঘাতের ঘটনা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই হত্যাকাণ্ডের উদ্দেশ্য পরিষ্কার হয়নি।

দেশটির গণমাধ্যম ইএমটিভির তথ্যানুযায়ী, গত ২০ বছর ধরে ওই এলাকার কয়েকটি নৃগোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে।