Timesofbangla.com
পাকিস্তানে সাংবাদিককে গুলি করে হত্যা
Thursday, 11 Jul 2019 11:58 am
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ব্যক্তিগত দ্বন্দের জেরে করাচিতে মুরাদ আব্বাস নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। জানা গেছে, তিনি বোল নিউজের উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে এ হত্যায় জড়িত আতিফ জামান নামে একজনের পরিচয় পাওয়া গেছে বলে দেশটির পুলিশ সূত্রে জানা গেছে। তিনি একটি সাদা গাড়ি থেকে মুরাদ আব্বাসকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

ওই ঘটনায় আব্বাসের বন্ধু খিজার হায়াতও গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা গেছেন।

ব্যক্তিগত দ্বন্দের জেরে করাচি শহরের খায়াবাইন-ই-বুখারি নামে একটি ক্যাফের বাইরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

দেশটির এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের পর ওই আততায়ীর বাড়ি ঘিরে ফেলে পুলিশ। সে সময় তিনি নিজের বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর।