Timesofbangla.com
মন্ত্রিসভার আকার বাড়ছে, নতুনদের শপথ শনিবার
Thursday, 11 Jul 2019 17:04 pm
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

ঢাকা : সম্প্রসারিত হচ্ছে মন্ত্রিসভা। আগামী শনিবার সন্ধ্যায় মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বৃহস্পতিবার সচিবালয়ে ডিসি সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।’ তবে কতজন শপথ নেবেন সে বিষয়ে কিছু জানাননি মন্ত্রিপরিষদ সচিব।

সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় আরও দুজন যুক্ত হতে যাচ্ছেন। এ ছাড়া একজন প্রতিমন্ত্রীকে পদোন্নতি দিয়ে মন্ত্রী করা হতে পারে।