Timesofbangla.com
ঠাকুরগাঁওয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
Sunday, 04 Aug 2019 16:44 pm
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে এক মটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

রবিবার (৪ আগষ্ট) দুপুর দেড়টার দিকে ঠাকুরগাঁওয়ের বাসষ্ট্যান্ড এলাকার এনামুল পাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মটরসাইকেল আরোহীর নাম লক্ষ্মী চন্দ্র (২৮)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল দলুয়া নামক এলাকার মৃত পাহাড়ীয়া চন্দ্র’র ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ রবিবার দুপুর দেড়টার দিকে শহরের এনামুল পাম্পের সামনে দিয়ে মটরসাইকেল যোগে গ্রামীণ চক্ষু হাসপাতাল যাওয়ার পথে একটি ট্রাক মটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহীর মাথা থেতলে গিয়ে মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ সদর থানায় নিয়ে যায়।

সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান (পিপিএম-সেবা)।