Timesofbangla.com
ঈদে টানা ৯ দিনের ছুটির ফাদে দেশ, যদি.....
Monday, 05 Aug 2019 23:39 pm
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

ঢাকা: দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। আগামী ১২ আগস্ট (সোমবার) বাংলাদেশে পালিত হবে ধর্মপ্রাণ মুসলিমদের দ্বিতীয়তম এই ধর্মীয় উৎসব।

সরকারি নিয়ম অনুয়ায়ী, ঈদের ছুটি তিন দিন। এবারের ঈদে একদিনের ছুটি ম্যানেজ করতে পারলে টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ঈদের আগের দুদিন ৯ ও ১০ আগস্ট নিয়মিত সাপ্তাহিক ছুটি। ১১, ১২ ও ১৩ আগস্ট ঈদের ছুটি। ঈদের ছুটির পর ১৪ আগস্ট অফিস খোলা। এরপরের দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি। শোক দিবসের ছুটির পর ১৬ ও ১৭ (শুক্র ও শনিবার) দু’দিন আবারও নিয়মিত সাপ্তাহিক ছুটি।

ফলে পাক্কা ৯ দিনের ছুটি কাটাতে সরকারি কর্মজীবীদের শুধু ১৪ আগস্ট একদিন ছুটি নিতে পারলেই হবে।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহম্মদ শফিউল আলম জানিয়েছেন, ক্যালেন্ডারে যেভাবে আছে সেভাবেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন। এর বাইরে নতুন কোনও সিদ্ধান্ত হয়নি।