Timesofbangla.com
মানিকগঞ্জের জোকা এলাকায় ট্রাক খাদে, নিহত ২
Monday, 12 Aug 2019 08:26 am
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

মানিকগঞ্জ : মানিকগঞ্জের জোকা এলাকায় ট্রাক খাদে পড়ে ২ জন নিহত ও ৬ জন আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (১২ আগস্ট) সকালে জোকা এলাকায় ট্রাক খাদে পড়ে এ দুর্ঘটনার ঘটে।

নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিক জানা জায়নি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।