Timesofbangla.com
বিএনপিকে শেখ হাসিনার পাশে থাকতে বললেন হানিফ
Tuesday, 13 Aug 2019 21:45 pm
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

কুষ্টিয়া: বিএনপি যদি দেশকে ভালোবাসে তবে দলটিকে শেখ হাসিনার পাশে থাকতে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বিএনপির উদ্দেশে হানিফ আরও বলেছেন, আইনি লড়াই আর রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোনো পথ নেই। দলের শীর্ষ নেতারা দুর্নীতিবাজ- তা আদালত থেকে প্রমাণিত। লজ্জা হওয়া উচিত আপনারা সেই দলের রাজনীতি করেন।

মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের এ নেতা বলেন, সোজা পথে আন্দোলন করে কাজ না হলে বাঁকা পথ খোঁজার চেষ্টা করবেন না। কারণ বাঁকা পথের ষড়যন্ত্র কীভাবে দমন করতে হয়, আমরা তা জানি।

জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা ও সেলিম আলতাফ জর্জ, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত এ সময় বক্তব্য দেন।