Timesofbangla.com
চলন্ত স্কুটারে বসেই গোপন কাজ সারলেন মহিলা, দেখে নিন ভাইরাল ভিডিও
Wednesday, 14 Aug 2019 09:22 am
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

সত্যি অবিশ্বাস্য ঘটনা। এই মহিলাটি চলন্ত স্কুটারের পিছনে যা করলেন তা সাধারণত বাথরুমে করে থাকেন। তার উপর মহিলাটির পরা ছিল সাঁতারের পোশাক। এই ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।

সম্প্রতি ফেসবুকের ‘অনলি ইন ডেড’ নামের একটি পেজ-এ পোস্ট হওয়া এই ভিডিও-য় দেখা যাচ্ছে, ফ্লোরিডার রাস্তায় চলন্ত স্কুটারের পিছনে বসে সাঁতারের পোশাক পরিহিতা এক মহিলা যা করছেন, তা মহিলারা সাধারণত বাথরুমে করে থাকেন।

দেখা যাচ্ছে, চলন্ত স্কুটারে সওয়ার অবস্থাতেই মহিলা এক প্লাস্টিকের রেজার দিয়ে তাঁর পায়ের লোম চাঁছছেন। বাইকটি যিনি চালাচ্ছেন, তিনি এক পক্ককেশ মানুষ। আর স্বল্পবসনা সুন্দরীটি নেহাতই উদ্ভিন্নযৌবনা। বোঝাই যাচ্ছে, তাঁরা কোনও সমুদ্র সৈকতের দিকে চলেছেন।

এহেন এক ‘ব্যক্তিগত’ কাজ জনসমক্ষে করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করছেন না এই তরুণী। ভিডিওটি দেখে এটাই সর্বাগ্রে মনে আসে। তেমনটা ভেবেই সরব হয়েছেন নেটিজেনরা। ভিডিওটি লাইক ও শেয়ার করতে করতে তাঁরা করে চলেছেন আজব সব কমেন্ট।