Timesofbangla.com
৫০ জনকে নিয়োগ দেবে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ
Thursday, 29 Aug 2019 15:37 pm
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

ঢাকা : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি সেলস অফিসার (পুরুষ) পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

সেলস অফিসার (পুরুষ)

পদসংখ্যা

এই পদে সর্বমোট ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। নিজ জেলা ছাড়া বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। ন্যূনতম দুই বছর চাকরি করতে হবে। বাবা বা বড় ভাইকে আইনগতভাবে গ্যারান্টার হতে হবে।

বেতন-ভাতা

১১,৫০০-১২,৫০০/- (মাসিক)। কর্মদক্ষতার ভিত্তিতে বিক্রয় কমিশন, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা ও পদন্নোতির সুযোগ থাকবে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো স্থানে

আবেদনের পদ্ধতি

আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সঙ্গে ছবি পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্তসহ উল্লেখিত ঠিকানায় সরাসরি সাক্ষাতের জন্য অনুরোধ করা যাচ্ছে।

বি. দ্র. প্রাথমিকভাবে নির্বাচিতদের কোম্পানির করপোরেট পলিসি ও শর্তাবলি মেনে নেওয়া সাপেক্ষে ওই দিনই চূড়ান্ত নিয়োগের জন্য নির্বাচিত করা হবে।

সাক্ষাতের স্থান:

যশোর : জয়তি সোসাইটি, ২২/সি মুজিব সড়ক, রেলগেট, যশোর।

সাক্ষাতের তারিখ : ৩১ আগস্ট, ২০১৯

উপস্থিতির সময় : সকাল ৯.০০টা-১০.০০টা ।

বরিশাল : এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, রিজিওনাল ট্রেনিং সেন্টার (তৃতীয় তলা), ২১০ সিঅ্যান্ডবি রোড, বরিশাল।

সাক্ষাতের তারিখ : ৩১ আগস্ট, ২০১৯ইং

উপস্থিতির সময় : সকাল ৯.০০টা-১০.০০টা ।

বগুড়া : বগুড়া রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, সাতমাথা, পার্ক রোড, বগুড়া।

সাক্ষাতের তারিখ : ৩১ আগস্ট, ২০১৯ইং

উপস্থিতির সময় : সকাল ৯.০০টা-১০.০০টা।

গাজীপুর : ন্যাশনাল পলিমার ফ্যাক্টরি (চেরাগ আলী বাসস্ট্যান্ড থেকে পশ্চিম দিকে), স্কুইব রোড, টঙ্গী বাণিজ্যিক এলাকা, গাজীপুর।

সাক্ষাতের তারিখ : ২ সেপ্টেম্বর, ২০১৯ইং

উপস্থিতির সময় : সকাল ৯.০০টা-৯.৩০টা।

আবেদনের সময়সীমা

আবেদন করা যাবে আগামী ২ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত।