Timesofbangla.com
পদ্মাসেতুর টোল এখনও নির্ধারণ করা হয়নি: কাদের
Thursday, 12 Sep 2019 13:58 pm
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

ঢাকা : পদ্মা সেতুর টোল কত হবে, তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে সেতু ভবনে এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, টোল বিষয়ে কথা বলার উপযুক্ত সময় এখনও আসেনি। এর আগে পদ্মা সেতুর পরিচালন, রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ে দক্ষিণ কোরিয়ার 'কোরিয়া এক্সপ্রেস করপোরেশন, কেইসির' সাথে একটি সমঝোতা স্মারক সই করে সেতু কর্তৃপক্ষ।

কেইসির একটি কারিগরি দল পদ্মা সেতু এলাকা পরিদর্শন করে সেতুর রক্ষণাবেক্ষণ পদ্ধতি এবং প্রয়োজনীয় জনবলসহ বিভিন্ন বিষয়ে একটি প্রস্তাব জমা দেবে।

এছাড়া চুক্তি অনুযায়ী, পদ্মা সেতুর টোল আদায়ে 'ইলেকট্রনিক টোল কালেকশন' পদ্ধতি চালু করবে কেইসি। এর ফলে টোল বুথে থামতে হবে না কোনো যানবাহনকে।