Timesofbangla.com
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
Sunday, 15 Sep 2019 14:02 pm
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

প্রবাস ডেস্ক : দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আলতাফ উদ্দিন (৪৫) নামে সিলেটের কানাইঘাট উপজেলার এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় দুবাইয়ের সার্জা এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পারাপারের সময় অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ বর্তমানে স্থানীয় হাসপাতাল মর্গে রয়েছে। লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। নিহত আলতাফ উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের পাত্রমাটি গ্রামের মৃত তরিকত উল্লাহর ছেলে।

তিনি এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক। দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আলতাফ উদ্দিনের মৃত্যুর খবর পাওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়ে বার বার মুর্ছা যাচ্ছেন আলতাফের মা।