Timesofbangla.com
খোকার সম্মানে ঢাকার দুই সিটি করপোরেশনে ছুটি
Thursday, 07 Nov 2019 12:43 pm
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

ঢাকা : অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সদ্য প্রয়াত সাদেক হোসেন খোকাকে সম্মান দেখিয়ে এক দিনের ছুটি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন। এ ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) করপোরেশন কার্যালয় পূর্ণ দিবসের জন্য ছুটি থাকবে বলে জানা যায়।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে মারা যান খোকা। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে তার মরদেহ ঢাকায় আনা হয়। গত বুধবার (৬ নভেম্বর) তার মরদেহবাহী বিমানটি যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। খোকার শেষ ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবার।