Timesofbangla.com
জন্মদিনে বন্ধুর সাথে শুভশ্রীর পাগলাটে নাচ (ভিডিও)
Thursday, 07 Nov 2019 16:57 pm
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

বিনোদন ডেস্ক : আবারও ভাইরাল হল শুভশ্রীর নাচের ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, মিউজিকের সঙ্গে গোলাপি রঙের ওয়ান পিস পরে বন্ধুর সঙ্গে জমিয়ে নাচছেন ভারতীয় এই অভিনেত্রী।

ভিডিওটি আপলোড করা হয়েছে শুভশ্রী ফ্যানক্লাবের একটি পেজ থেকে। জানা গিয়েছে, সাধারণ মানুষের মতোই সদ্য পার হওয়া জন্মদিনে হুল্লোড়ে মেতেছিলেন রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী।

গত রবিবার (৩ নভেম্বর) ছিল শুভশ্রীর জন্মদিন। প্রতি বছরের মতো এবারও পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়েই জন্মদিন উদযাপনে মেতেছিলেন তিনি। ফ্যানেদের জন্যও বের করেছিলেন সময়। তাঁদের সঙ্গে কেক কেটেছেন, উপভোগও করেছেন। সে সব ছবিও শেয়ার করা হয়েছে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।

https://www.instagram.com/p/B4YvTKFDoSg/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again