Timesofbangla.com
কেউ মারা না গেলেও জরুরি অবস্থা জারি করলো নিউজিল্যান্ড
Wednesday, 25 Mar 2020 10:06 am
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডে জরুরি অবস্থা ঘোষনা করা হয়েছে। দেশটির সরকার করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এই পদক্ষেপ নেয় বলে জানিয়েছে সিএনএন।

এর আগে, মঙ্গলবার আগাম সতর্কতা অবলম্বন করে এক মাসের লকডাউন ঘোষণা দিয়ে জনগণকে ঘরে থাকতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। নিউজিল্যান্ডে একদিনে ৪০ জন আক্রান্ত হলে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। তবে এ পর্যন্ত ভাইরাস আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

জরুরি অবস্থা ঘোষনার পর দেশটির নাগরিক প্রতিরক্ষা মন্ত্রী পেনি হেনারে এক টুইট বার্তায় বলেছেন, ‘জরুরি অবস্থা হালকাভাবে নেয়ার জন্য করা হয়নি। আমরা সবাই যদি নিজের পক্ষ থেকে কাজ করে ঘরে বসে থাকি তবে আমদের প্রাণ রক্ষা হবে।