Timesofbangla.com
এখন পর্যন্ত ম্যানইউ'র ক্ষতি ২ কোটি ৮০ লাখ পাউন্ড
Friday, 22 May 2020 20:21 pm
Reporter :
Timesofbangla.com

Timesofbangla.com

স্পোর্টস ডেস্ক : করোনা মহামারীতে খেলা স্থগিত হয়ে যাওয়ায় এখন পর্যন্ত দুই কোটি ৮০ লাখ পাউন্ড ক্ষতি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের।

মৌসুম শেষে অঙ্কটা আরও অনেক বড় হবে বলে আশঙ্কা করছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ মৌসুমের দুই তৃতীয়াংশের হিসাব তুলে ধরেছে ম্যানইউ কর্তৃপক্ষ।

মার্চ থেকে স্থগিত হয়ে আছে ইপিএল। যদিও খেলা ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ। মৌসুম শেষ করা সম্ভব হলেও টিভি স্বত্বের আয়ের দুই কোটি পাউন্ড ব্রডকাস্টারদের ফেরত দিতে হবে তাদের।

মার্চের শেষ তিন সপ্তাহের তিনটি ম্যাচ পেছানোয় ক্ষতি হয়েছে ৮০ লাখ পাউন্ড। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা ফিরলে হারাতে হবে ম্যাচ ডে'র আয়।

এছাড়া সবকিছু বন্ধ থাকায় প্রভাব পড়েছে ক্লাব শপের খুচরা আয়ের ওপরও। ম্যানইউয়ের ফিন্যান্সিয়াল রিপোর্টে উল্লেখ করা হয়, এফএ কাপ ও ইউরোপা লিগ যদি ভেস্তে যায়, তাহলে ক্ষতির পরিমাণ হবে আকাশছোঁয়া।