মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ,২০১৯
Bangla Version
অনলাইন ডেস্ক: মঞ্চে নাচতে নাচতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১২ বছর বয়সী কিশোরী। গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের কান্দিবলি এলাকায় এক নাচ প্রতিযোগিতার আয়োজন করে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আর সেখানেই মারা যান ওই কিশোরী। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, স্টেজে উঠে এক হিন্দি গানে তাল মিলিয়ে নাচতে শুরু করেন আনিশা শর্মা। নাচ শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে আছড়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়। এ সময় আয়োজকরা অনেক চেষ্টার পরও তার জ্ঞান ফেরাতে ব্যর্থ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কান্দিবলির পশ্চিম লালজি পাড়ায় গত ২৩ নভেম্বর থেকে নানা রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সেখানে নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আনিশা।
আয়োজকরা জানিয়েছে, আনিশা পশ্চিম কান্দিবলিতে থাকত। সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা।
থ্রি ডি প্রিন্টার দিয়ে ব্রিজ বানিয়ে ফেলল চীন!
৩০ বছর পরে জেগে উঠল সবথেকে বিষধর প্রাণী
রহস্যময় সমাধিক্ষেত্র, এক সঙ্গে ৫০টি মমি
ফুলশয্যার রাতেই স্ত্রীর ঘরে অন্য পুরুষ পাঠালেন খোদ স্বামী!
নড়ে চড়ে বেড়াচ্ছে ‘জীবন্ত কঙ্কাল’ (ভিডিও)
প্রেম করতে নারী কর্মীদের ছুটি দিচ্ছে চীন