বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ,২০১৯
Bangla Version
স্পোর্টস ডেস্ক: নেপালকে হারিয়ে সাফ সুজুকি ২০১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রেখেছে মালদ্বীপ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করে দেশটি।
আজ বুধবার বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়। নেপালের হয়ে জোড়া গোল করেন ইব্রাহীম এবং একটি গোল করেন আব্দুল গণি। বাংলাদেশে সঙ্গে পয়েন্ট সমান থাকা সত্ত্বেও ‘এ’ গ্রুপ থেকে গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে পা রাখে নেপাল।
অন্যদিকে কোনো ম্যাচে না জিতেই সেমিফাইনালে পা রেখেছিল মালদ্বীপ। শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট ব্যবধান এবং গোল ব্যবধান সমান থাকায় টস ভাগ্যে নেপাল সাফের শেষ চারে পা রাখে।
আজ সন্ধ্যায় অনুষ্ঠেয় ভারত-পাকিস্তান ম্যাচের জয়ী দলের সঙ্গে আগামী ১৫ তারিখ ফাইনালে মুখোমুখি হবে মালদ্বীপ।