রবিবার, ১৫ ডিসেম্বর ,২০১৯
Bangla Version
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ৬-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।
রাতে ইতিহাদের মাঠে গোলের মহড়ায় মাতল ম্যানচেস্টার সিটি। স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর হ্র্যাট্রিকে দুদার্ন্ত জয় পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এদিন ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক অ্যালেন শিয়েরারকে ছুঁয়ে ফেললেন অ্যাগুয়েরো।
রোববার রাতে ব্লুজদের পাত্তাই দিল না পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধেই চার গোল হজম করে চেলসি। বিনিময়ে কিছুই জমা করতে পারেননি সিটির জালে চেলসি।
ম্যাচ শুরুর চতুর্থ মিনিটেই নিজেদের আধিপত্যের জানান দেয় ম্যানসিটির রাহিম স্টার্লিং।
ম্যাচের সমাপ্তিও টানেন তিনি। শেষ গোলটি করে এদিন নিজের জোড়া গোল পূর্ণ করেন রাহিম।
চার গোল হজম করে দ্বিতীয়ার্ধেও ম্যানচেস্টারের কাছে ধরাশয়ী চেলসি।
দুর্দান্ত পারফরম্যান্সে মেতে ওঠেন অ্যাগুয়েরো। ১০ মিনিটের মাথায় চেলসির জালে দুবার বল সিটির আর্জেন্টাইন তারকা আগুয়েরো।
২৫তম মিনিটে চেলসির ডিফেন্ডারের ভুলে চতুর্থ গোলটি করেন গুন্ডোগান।
দ্বিতীয়ার্ধে ৫৬তম মিনিটে স্পট কিক থেকে হ্যাটট্রিক পূরণ করেন আগুয়েরো। প্রিমিয়ার লিগে এটি ছিল আগুয়েরোর একাদশ হ্যাটট্রিক।
শেষ গোলটি করেন প্রথম গোল করা রাহিম স্টার্লিং।
এ জয়ে ম্যানচেস্টার সিটি ফের লিভারপুলকে পেছনে ফেলে শীর্ষে পৌঁছাল।
২৭ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট।
এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে চেলসির রয়েছে ছয় নম্বরে।
বার্সেলোনা পয়েন্ট হারিয়ে রেফারির উপর চটেছে
দক্ষিণ আফ্রিকার হেড কোচ হলেন মার্ক বাউচার
উইঘুর মুসলিমদের সমর্থনে ওজিলের মন্তব্যে চীনে ক্ষোভ
এসএ গেমসে আর্চারিতে এবার স্বর্ণ জিতলেন সুমা
ভারতের মাঠে উইন্ডিজের ব্যাটিং ঝড়, পাত্তাই পেল না কোহলিরা
এবার ভুটানকে উড়িয়ে দিল সৌম্যরা