শুক্রবার, ০৬ ডিসেম্বর ,২০১৯
Bangla Version
স্পোর্টস ডেস্ক: গোলাপি বলে দিবারাত্রির টেস্ট দিয়ে নতুন এক ইতিহাসের সাক্ষী হচ্ছে বাংলাদেশ। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর দেড়টায় কলকাতার ইডেন গার্ডেনে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সফলের শেষটা শুরুর মতোই রাঙিয়ে রাখতে চায় টিম টাইগারস।
প্রথম টেস্টে ইনিংস ও ১৩০ রানের বড় ব্যবধানে হারের পর এখন দল ও একাদশ নিয়ে এমনকি কৌশলগত দিকেও পরিবর্তন আনার কথা ভাবছে বাংলাদেশ। টেস্টের জন্য আলদা দল করার কথা এরইমধ্যে জোরেসোরে সামনে এসেছে। তবে আজ শুরু হতে যাওয়া ম্যাচটি নিয়েই আপাতত ভাবতে চাইছে টিম ম্যানেজমেন্ট, কোচ ও খেলোয়াড়রা।
প্রথম টেস্টে দলে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি পেসার এবাদত হোসেন। বিপরীতে অপর পেসার আবু জায়েদ রাহীর বোলিং ছিল চোখে পড়ার মতো। স্পিন বোলার তাইজুল ছিলেন উইকেট শূন্য, মিরাজও নিজেকে ঠিকঠাকভাবে মেলে ধরতে পারেননি।
টপ অর্ডার ব্যাটসম্যানদের ছন্নছাড়া ব্যাটিংও দারুণ ভুগিয়েছে বাংলাদেশকে। অভিজ্ঞ ইমরুল ছিলেন অপেনিংসে পুরোপুরি ব্যর্থ, সাদমানও ঠিক তাই। অধিনায়ক মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা লিটন দাসদের ব্যাটও হাসেনি। এক মুশফিক কিছুটা লড়াই করেছেন।
তাই ব্যাটে-বলে আজকের ম্যাচে একাধিক পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশ।
টাইগারদের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মোহম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম/নাঈম হাসান, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন/আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান।
মেসি আমাদের সারপ্রাইজ দিল: মেসির মা
৬ রানে অলআউট মালদ্বীপ, বাংলাদেশের রেকর্ড জয়
বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু, পাওয়া যাচ্ছে যেখানে
আইপিএল নিলামে বাংলাদেশের ৬ ক্রিকেটার
এবার নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা
বয়স হয়ে যাচ্ছে, বিদায়ের সময় ঘনিয়ে আসছে: মেসি
পাকিস্তানের সাথে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি বাংলাদেশ
শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ন্ত সূচনা করল নারী নারী ক্রিকেটাররা
দিপু-আল আমিনের পর বাংলাদেশকে তৃতীয় স্বর্ণপদক এনে দিলেন মারজানা আক্তার