বুধবার, ১৪ এপ্রিল ,২০২১
Bangla Version
সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্ত্রী সোনা বিবিকে কুপিয়ে হত্যার পর স্বামী মান্নান গাজী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কাগুচিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত সোনা বিবি (৩৫) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কালিঞ্চি গ্রামের সিরাজ গাজীর মেয়ে ও মান্নান গাজী (৫০) কাগুচিপাড়া গ্রামের মৃত সোহরাব গাজীর ছেলে। তাদের দুইটি ছেলে রয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় পারিবারিব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জেরে রাতে স্বামী মান্নান গাজী স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। এরপর বাড়ির পাশে ঝুলন্ত অবস্থায় মান্নান গাজীর লাশ উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) ইয়াছিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মান্নান গাজী ও তার স্ত্রীর লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে।
পেটে গজ রেখে সিলাই, ৫ মাস পর মৃত্যু
‘ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘এবি’ পজিটিভ, প্রসূতির মৃত্যু
মোবাইল চুরির অপবাদে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ
মুরগির খাঁচায় বাড়ি ফিরছে মানুষ
মহামারিতে আবার এলো বৈশাখ, স্বাগত ১৪২৮
ভাঙ্গায় ইতালি প্রবাসীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
কক্সবাজারে হোটেল দখলে নিতে হামলা-লুটপাটের অভিযোগ
হেফাজতের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহ গ্রেফতার