রবিবার, ২৮ ফেব্রুয়ারী ,২০২১
Bangla Version
ঢাকা : রাজধানীর ডেমরায় প্রেমের প্রস্তাব রাজি না হওয়ায় এক কিশোরীকে (১৫) পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে এক বখাটে। এ ঘটনায় অভিযুক্ত মো. রেদুয়ানকে (২০) শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।
রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হলে ওই দিন বিকালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রেদুয়ান শেরপুরের নালিতাবাড়ী থানার মো. মজিবুর রহমানের ছেলে। সে পরিবারের সঙ্গে বর্তমানে ডেমরার পশ্চিম বক্সনগর এলাকার মহসিন ভান্ডারির বাড়িতে ভাড়া থাকেন। হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করার এ ঘটনায় ওই কিশোরীর বাবা রাজমিস্ত্রি মো. আবদুল মান্নাফ রেদুয়ানের বিরুদ্ধে শনিবার রাত সাড়ে ১১টার দিকে মামলা দায়ের করেন।
ওই কিশোরী পেশায় একজন পোশাককর্মী। বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. নজরুল ইসলাম বলেন, গার্মেন্টে যাওয়া-আসার পথে ওই কিশোরীকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত একই বাড়ির ভাড়াটিয়া বখাটে রেদুয়ান।
এ বিষয়ে ওই কিশোরীর বাবা ছেলেটিকে নিষেধ করলে থেমে যাওয়ার বদলে আরও ক্ষিপ্ত হয় সে। এদিকে গত শনিবার বিকালে রেদুয়ান ক্ষিপ্ত অবস্থায় মেয়েটির ঘরে গিয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে মেয়েটির পেটের ডান পাশে আঘাত করে। এ সময় ওই কিশোরী ডাক চিৎকার শুরু করলে তার মা ও আশপাশের লোকজন এগিয়ে আসলে রেদুয়ান পালিয়ে যায়।
এসআই নজরুল ইসলাম আরও বলেন, ঘটনার পরই গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে মেয়েটি সেখানে চিকিৎসাধীন। আদালতে মাদকাসক্ত রেদুয়ান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মোশতাকের মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘন : মানবাধিকার কমিশন
কারওয়ান বাজারে হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
আল-জাজিরার প্রতিবেদন নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
সিলেটে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী খুন
মুশতাকের মৃত্যুর স্বচ্ছ তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর
‘মুশতাককে কেউ পিটিয়ে মারেনি, স্বাভাবিক মৃত্যু হয়েছে’
মশাল মিছিল থেকে গ্রেপ্তার ৭ জনকে রিমান্ডের আবেদন
বাংলাদেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪০৭
কালীগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩