মঙ্গলবার, ১৯ জানুয়ারী ,২০২১
Bangla Version
ঢাকা: এভরিডে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. ও ফ্রেন্ডস এসোসিয়েশন নামে মাল্টিপারপাস কোম্পানি কোটি কোটি টাকা প্রতারণা মাধ্যমে আত্মসাৎকারী চক্রের মূলহোতা কোম্পানির চেয়ারম্যান মো. আলী আকবর (৫০)-কে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত দীর্ঘদিন ধরে এভরিডে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. ও ফ্রেন্ডস এসোসিয়েশন নামে দুইটি মাল্টিপারপাস কোম্পানি নামে ঢাকার বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে অফিস খুলে সহজসরল মানুষকে অধিক মুনাফা দেয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করার পরে আত্মগোপন করে।
কানিজ ফাতেমা বলেন, ভিকটিমদের অভিযোগের ভিত্তিতে এই দুইটি প্রতিষ্ঠানের বিষয়ে অনুসন্ধান শুরু করে সিআইডি। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার কোতায়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আলী আকবর ভুক্তভোগী মো. দেলোয়ার হোসাইনের কাছ থেকে দুই কোটি সতের লাখ ৮০ হাজার টাকাসহ আরাও অনেকের কাছ থেকে বিপুল অংকের টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করে।
চক্রের অন্যন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।
নায়িকা বানানোর কথা বলে বাসায় ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ
দেলুর খপ্পরে পড়ে শত কোটি টাকা নেই ৯১১ ব্যবসায়ীর
অপ্রয়োজনীয় মালামাল কিনে হরিলুট, নষ্টের পথে ৩০ কোটি টাকা
পার্কে অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েকে বিয়ে দেওয়ায় ভুয়া কাজী আটক
গৃহবধূকে অটোরিকশা থেকে নামিয়ে রাতভর ধর্ষণ
ভুয়া কোম্পানি খুলে কোটি টাকা আত্মসাৎকারী সিআইডির হাতে ধরা
টিকটক ভিডিও তৈরির কথা বলে স্কুলছাত্রীকে গণধর্ষণ
সেই ভাবি রিমান্ড শেষে কারাগারে
দেবরের পুরুষাঙ্গ কর্তন, ভাবি রিমান্ডে