বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ,২০২১
Bangla Version
প্রবাস ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপোলির তাজৌরা জেলার আল-বিফি এলাকায় একটি তেলের পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন বাংলাদেশিও আহত হয়েছে বলে লিবিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ ঘটনায় কোনও নিহতের খবর পাওয়া যায়নি। আহত বাংলাদেশিদের নাম পরিচয় জানা যায়নি।
লিবিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। শুধু তাই নয়, এই পাম্পে আগুনও লেগেছে। তবে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনও কিছু বলা যায়নি।
দৈনিক দ্য লিবিয়া অবজারভারের প্রতিবেদনেও বলা হয়েছে, আহত এক বাংলাদেশি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিতে অনেক বাংলাদেশি কর্মী রয়েছেন। এছাড়া তেলসমৃদ্ধ অর্থনীতির কারণে লিবিয়া আকর্ষণীয় একটি দেশ। দেশটিতে গত বছরের মে মাসে ২৬ জন বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যা করে স্থানীয় এক মানবপাচারকারীর পরিবারের সদস্যরা।
সৌদিতে ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু
‘ট্রাম্পের বিতাড়িত’ সেই বাংলাদেশি নারী হোয়াইট হাউসে
দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশির মৃত্যু
সিঙ্গাপুর বিএনপির সভাপতি ফিলিপ, সাধারণ সম্পাদক কামরুল
বাইডেন প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত জাইন সিদ্দিক
লিবিয়ায় বিস্ফোরণে ‘কয়েকজন বাংলাদেশি’ আহত
বাংলাদেশি শ্রমিকদের ফেরত নেবে লিবিয়া
সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
করোনায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির মৃত্যু