রবিবার, ১৭ জানুয়ারী ,২০২১
Bangla Version
লাইফস্টাইল ডেস্ক : সূর্যের ইউভি রশ্মি, ধূমপান, অ্যালার্জি, বেশি মাত্রায় চা-কফি পান, বয়স কিংবা হরমোনাল ইমব্যালান্সের কারণে ঠোঁটে কালচেভাব আসে। এই কালো ছোপ দূর করতে পারেন সহজ ঘরোয়া উপায়ে-
- লেবু খুব ভাল ব্লিচিং এজেন্ট। রোজ রাতে শুতে যাওয়ার আগে পাতি লেবুর রস ঠোঁটে লাগান।
- রাতে শুতে যাওয়ার আগে ঠোঁটে অলিভ অয়েল মাসাজ করুন।
- ঠোঁটে সরাসরি লিপস্টিক লাগাবেন না। আগে লিপ বাম লাগিয়ে নিন।
- ঠোঁটে মেলানিন থাকে না। তাই রোদে ঠোঁট বেশি পোড়ে। রোদে বেরনোর সময় এসপিএফ ১৫ লিপ বাম লাগান।
- অ্যালোভেরা, দুধের টাটকা সর ও চন্দন ঠোঁটের কালচেভাব দূর করে।
- বিট, গাজর, শসা বা বেদানার রসও উপকারি।
ঠোঁট সবসময় ময়েশ্চারাইজড রাখুন। কোকো বাটার, শিয়া বাটার, ভিটামিন এ এবং ই, বি ওয়্যাক্স, আমন্ড, নারকেল তেল কিংবা ডাইমেথোকোনের মতো উপাদান রয়েছে এমন লিপ বাম ব্যবহার করুন।
চিনিতেই এবার রূপচর্চা! জেনে নিন কীভাবে বাড়িতে বানাবেন সুগার স্ক্রাব
পুরুষের হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়ায় সুন্দরী মেয়ে!
ঠোঁটকে মোহময় করে তুলুন লিপস্টিক ছাড়াই
যে কারণে নারীর প্রতি আগ্রহ হারায় পুরুষ
এড়িয়ে চলুন বিরক্তিকর ঠোঁট ফাটা
সহজ উপায়ে শীতকালে ঠোঁট সতেজ রাখার ঘরোয়া টিপস