রবিবার, ২৮ ফেব্রুয়ারী ,২০২১
Bangla Version
ধর্ম ডেস্ক: পুর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। তবে আমাদের সমাজে বেশকিছু কাজ প্রচলিত হয়ে যাওয়ায় কোনটা করা আসলেই ঠিক আর কোনটা করা উচিত নয় সেটি নিয়ে অনেক সময় সমস্যায় পরতে হয়। আসলে যার কোনো ভিত্তি নেই অথবা ইসলাম ওই বিষয়গুলো সমর্থনও করে না। কিন্তু না জানা থাকার কারণে সাধারণ মানুষ বিষয়গুলো নিয়ে ভুল করে থাকে।
যেমন, আমরা অনেকে জানাজার সময় পা থেকে জুতা খুলে নামাজ আদায় করি। আবার অনেকে জুতার উপর দাঁড়ান। আবার অনেকে জুতা পরেই দাঁড়ান। এ ব্যাপারে একটা ঠিক বেঠিকের আলোচনা সমালোচনা চলতে থাকে। তবে এ ব্যাপারে ইসলামের ব্যাখা কি?
ইসলামের মতে, জানাজায় দাঁড়ানোর জায়গা বা জুতা পবিত্র হলে তিনটি পদ্ধতির যে কোনোটিই মেনে নামাজ আদায় করা যেতে পারে। আর যদি দাঁড়ানোর জায়গা পবিত্র কিন্তু জুতার নিচে নাপাক থাকে তাহলে জুতা খুলে মাটিতে দাঁড়াতে হবে, অথবা জুতা খুলে জুতার উপরে দাঁড়াতে হবে।
অবশ্য এ ক্ষেত্রে মাটিতে দাঁড়ানোই উত্তম। আর দাঁড়ানোর জায়গা কিংবা জুতার নিচে অপবিত্র থাকার আশঙ্কা হলে জুতা খুলে তার উপরে দাঁড়ানোই উত্তম। (ফাতহুল বারী ১/৫৮৪; আদ্দুররুল মুখতার ১/৬২৫)
নেলপলিশ ব্যবহার করে অজু হবে কি?
গবেষণা করতে গিয়ে কানাডিয়ান নারীর ইসলাম গ্রহণ
ঈদে মিলাদুন্নবীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান
যে নামাজে মাফ হয় ১২ বছরের গুনাহ
জানাজার নামাজে জুতা খুলে দাঁড়াতে হবে?
কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দান করা যাবে কি?
ওজু ভাঙ্গা নিয়ে প্রচলিত ভুল ধারণা
কেয়ামতের আগে যেসব আলামত প্রকাশ পাবে