রবিবার, ২৮ ফেব্রুয়ারী ,২০২১
Bangla Version
ঢাকা : রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হল বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আওয়ালকে। এর ফলে এখন থেকে দিনটিতে বাংলাদেশের সব সরকারি-বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পাতাক উত্তোলন করা হবে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিবসটিতে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। এ দিনটি মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।
নেলপলিশ ব্যবহার করে অজু হবে কি?
গবেষণা করতে গিয়ে কানাডিয়ান নারীর ইসলাম গ্রহণ
ঈদে মিলাদুন্নবীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান
যে নামাজে মাফ হয় ১২ বছরের গুনাহ
জানাজার নামাজে জুতা খুলে দাঁড়াতে হবে?
কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দান করা যাবে কি?
ওজু ভাঙ্গা নিয়ে প্রচলিত ভুল ধারণা
কেয়ামতের আগে যেসব আলামত প্রকাশ পাবে