বৃহস্পতিবার, ০৪ মার্চ ,২০২১
Bangla Version
ঢাকা : মন্ত্রিপরিষদের আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় দেশে সোশ্যাল মিডিয়াগুলোতে নজরদারি করার বিষয়ে আলোচনা হয়েছে। সভা শেষে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই তথ্য জানিয়েছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) আইনশৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি এ তথ্য জানান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক হয়।
তিনি জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তারা এ বিষয়ে মনিটরিং করার কথা বলবেন।
মন্ত্রী বলেন, ‘আমরা নিয়ন্ত্রণ করতে চাই না। কিন্তু আইনের আওতায় থাকা দরকার। অবাধ তথ্য প্রবাহের কারণে জাতীয়ভাবে সমাজ বিভ্রান্তিতে পড়ে। মানবতাবিরোধী, সমাজবিরোধী বক্তব্য নিয়ন্ত্রণ হওয়া জরুরি।’
তিনি জানান, সরকার ফেসবুক, টুইটারসহ অন্যান্য সোশ্যাল মিডিয়াকে বাংলাদেশে অফিস খোলা বা অন্তত একজন প্রতিনিধি নিয়োগের কথা বলবে। এসব সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কোনও অভিযোগ উঠলে সরকার যাতে তাদের জানাতে পারে এবং তারা যাতে ব্যবস্থা নিতে পারে সেজন্য এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘জনগণ আইন শৃঙ্খলা ঠিকভাবে মেনে চলছেন বলেই আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পেরেছি।’
১০৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোন আসছে!
৬০০০ এমএএইচ ব্যাটারির রেডমি ৯ পাওয়ার আনলো শাওমি
দেশে নতুন ডুয়েল স্ক্রিন ল্যাপটপ আনলো আসুস
১৫ মে পর্যন্ত সময় পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা
আরও একাধিক ‘পৃথিবীর’ সন্ধান পেল নাসা
‘ফেসবুক-ইউটিউবকে অফিস খুলতে হবে বাংলাদেশে’
পরিবেশবান্ধব ডিজিটাল রাইটিং প্যাড বাজারে আনল ওয়ালটন
যেভাবে আপনার হোয়াসটঅ্যাপ অন্যরা ব্যবহার করতে পারে